1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

শার্শায় স্বর্নের বারসহ মহিলা পাচারকারী আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
যশোর: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৩ পিস স্বর্ণের বারসহ পপি খাতুন (২৪) নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। যার ওজন ১ কেজি ৫২৬ গ্রাম। মঙ্গলবার সীমান্তের পুটখালী এলাকা থেকে এ স্বর্নের বারসহ তাকে আটক করা হয়। আটক পপি খাতুন বেনাপোলের পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার কামাল হোসেনের স্ত্রী।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি জানান, পাঁচভূলাট বিওপি’র একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত পিলার ১৭/১৭ এস এর ১৭৪ আর পিলার হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিকড়ি বটতলা নামক স্থানের বালুরমাঠ ব্রিজের উপর হতে পপি খাতুনকে সন্দেহজনক হওয়ায় আটক করা হয়।
এসময় তার শরীরে তল্লাশী করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৩পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার সহ ওজন ১ কেজি ৫২৬ গ্রাম এবং আনুমাণিক মূল্য একানব্বই লক্ষ একান্ন হাজার আটশত টাকা। আটককৃত আসামী ও স্বর্ণেরবারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
– রফিকুল ইসলাম 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com