নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে টাস্কফোর্স অভিযান চালিয়ে স্যালুচালিত ৯ ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এ অভিযান পরিচালনা করেন।
সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা ব্রিজ, কালাকুমা ভোগাই ব্রিজ ও নিজপাড়া বঙ্গবন্ধু পার্ক এলাকার নিষিদ্ধ সীমানা থেকে কতিপয় বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি, কালাকুমা ভোগাই ব্রিজ এলাকায় ২টি এবং বুরুঙ্গা ব্রিজ এলাকায় আরও ৫টি মিলে মোট ৯টি স্যালুচালিত ড্রেজার জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়াও কালাকুমা এলাকায় ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাপ্পু নামে একজনকে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযানকালে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।