1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

ঝিনাইগাতীতে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ বিধবা জমেনার

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী থেকে নিখোঁজের প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও কোন সন্ধান মেলেনি বিধবা জমেনা বেওয়ার (৫৫)। জমেনা বেওয়া উপজেলার খামারপাড়া গ্রামের মৃত মুন্তাজ আলীর স্ত্রী।
পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত রমজানের রোজার আগের দিন বিকেলে তিনানী বাজারে যাওয়ার উদ্দেশ্যে মেয়ে মর্জিনার বাড়ি থেকে বের হন জমেনা। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা এলেও বাড়ি না ফেরায় মর্জিনা তার মায়ের খোঁজ করে। মাইকিং, সন্ধান চেয়ে পোস্টার এসব করেও সন্ধান না পেয়ে গত ১১ মে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি করে মর্জিনা।
এদিকে মর্জিনার আপন খালু একই গ্রামের বিল্লাল হোসেন (৩৪) মর্জিনা ও তার ছোট বোন মোর্শেদা চাপ প্রয়োগ করতে থাকে মর্জিনার মামা আফজাল হোসেনের (৬০) নামে গুমের মামলা করার। কিন্তু কোনপ্রকার সন্দেহ না থাকায় এতে মর্জিনা রাজি না হলে হওয়ায় খালু বিল্লাল মর্জিনা ও তার বোন মোর্শেদাকে মারধর করাসহ হুমকি ও অশালীন আচরণ করে।
অপরদিকে জমিজমা ও পারিবারিক নানা সমস্যা নিয়ে বিল্লাল ও আফজালের পরিবারের মধ্যে বিরোধ চলে আসায় বিল্লালের আচরণে মর্জিনাদের ২ বোনের সন্দেহ প্রবল হয়। ফলে গত ৩১ আগস্ট মোর্শেদা বাদী হয়ে শেরপুরের সি.আর আমলী আদালতে খালু বিল্লাল হোসেনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি গত ২ সেপ্টেম্বর আমলে নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতী থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশনার একমাস পেরিয়ে গেলেও কোন ক্লু বের করতে পারেননি পুলিশ। উল্টো বাদী মোর্শেদাকে থানায় ডেকে কেন বিল্লালের নামে মামলা করা হলো এ বিষয়ে শাশানো হয়। মোর্শেদার অভিযোগ, তার মা নিখোঁজের মামলাটি পুলিশ গুরুত্বের সাথে আমলে নিচ্ছে না।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই সাইদুল ইসলাম খাঁনের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে এ প্রতিনিধিকে বলেন, মামলাটির তদন্তভার পেয়েছি এক সপ্তাহ আগে। আমি বিভিন্ন ভাবে চেষ্টা করছি মামলাটির তদন্ত কাজ শেষ করতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com