নালিতাবাড়ী (শেরপুর) : সরকারের নীতিমালা না ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন পরিচালনার দায়ে বিভিন্ন ব্যক্কি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ অক্টোবর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, তারাগঞ্জ মধ্য বাজারে সংক্রামক রোগ নির্মুল ও প্রতিরোধ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একজন ওষুধ ব্যবসায়ী, একজন কসমেটিক্স ব্যবসায়ী ও একজন জুতা ব্যবসায়ীকে পৃথক মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মাস্ক পরিধান না করায় দন্ডবিধি অনুযায়ী ৩শ টাকা, অপর দুই জনকে সড়ক পরিবহন আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে ১ হাজার টাকা এবং এক হোটেল ব্যাবসায়ীকে হোটেল রেঁস্তোরা আইন অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়।