মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ): বালু উত্তোলন নিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগে অভিযুক্ত হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ হোসেন সিদ্দিকী ইরাদকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী চেয়ারম্যান ইরাদকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা যায়, গত ১ অক্টোবর ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলনকৃত বালু নেওয়াকে কেন্দ্র করে অর্তকিত হামলা চালিয়ে স্বদেশী ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল কাদির মন্ডল (৬৫) কে কুপিয়ে হত্যা করেন ইউপি চেয়ারম্যান ইরাদ ও তার লেঅকজন। পরে এ ঘটনায় নিহতের ছেলে ফরিদ মিয়া বাদী হয়ে চেয়ারম্যান ইরাদসহ ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করলে ওই দিনই স্থানীয় সাদুর বাজার থেকে ইউপি চেয়ারম্যান জিহাদ হোসেন সিদ্দিকী ইরাদসহ তিনজনকে আটক করে হালুয়াঘাট থানা পুলিশ। এরপর গত ৮ অক্টোবর ইউপি চেয়ারম্যান ইরাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্বদেশী ইউনিয়নবাসীসহ হালুয়াঘাটের সর্বস্তরের জনতা।