নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আব্দুল আজিজ (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আটটার দিকে খলচান্দা পাহাড়ি জঙ্গল থেকে তাকে আটক করা হয়। আটক আজিজ ওই গ্রামের জুলফিকার আলী ভুট্টোর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত আজিজ চোরাই পথে ভারত থেকে মদ, গাঁজা ও মোবাইল ফোন আনার জন্য অবৈধভাবে ১১১২ এর ৫ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে সোমবার ভারতে প্রবেশ করে। পরে রাত আটটার দিকে ভারতীয় কোম্পানীর তৈরি রিয়েলমি সি-১১ মডেলের একটি মোবাইল ফোন নিয়ে বাংলাদেশে ফেরার সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে মঙ্গলবার তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
টহল দলের নায়েক এনামুল হক জানান, আটক আজিজ মদ, গাঁজা ও অন্যান্য ভারতীয় পণ্য চোরাই পথে আনার জন্য ভারতীয় এক নাগরিকের কাছে টাকা দিয়ে এসেছে বলে স্বীকার করেছে।