শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে দূর্বৃত্তের হামলায় আব্দুর রহিম বানু (৬০) নামে শ্রমিক লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে দূর্বৃত্তের হামলায় আহত হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহিম বানু উপজেলার রানীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামের মৃত মুনছর আলীর ছেলে ও ৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি।
নিহতের স্বজনরা জানায়, আব্দুর রহমান বানু বিলভরট মোড়ে একটি ফার্নিচারের কাঠমিস্ত্রির দোকান করেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে কে বা কারা বসতবাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনেরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।