1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

কালীর বাজার উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২০

ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ত্রিশাল এর ৪ তলা ভিত বিশিষ্টি এক তলা নতুন একাডেমি ভবন নির্মাণসহ স্যানিটারী, পানি সরবাহর অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার  (২০ অক্টোবর) সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন ত্রিশালের সাংসদ ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বী।
এ সময় উপস্থিত ছিলেন  ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহামুদুল ইসলাম,  ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ত্রিশাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম রুমা, কালীর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম।
এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

– এনামুল হক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com