নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের পক্ষ থেকে শহরে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাত করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন শহর আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হাবিবুর রহমান ডিপু।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি শুভাকাঙ্খীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন পুজা মন্ডপ ঘুরে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি মন্ডপ কর্তৃপক্ষের হাতে শুভেচ্ছা হিসেবে কিছুটা সহযোগিতাও করেন। শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবের সার্বিক খোঁজ-খবর নেন।