নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন।
রবিবার (২৫ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবের সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় এ উৎসব পালনের অনুরোধ করেন। শুভেচ্ছা বিনিময়কালে তার সমর্থক নেতাকর্মীসহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।