মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ চাওয়া ও অশালীন আচরণের দায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় ভুক্তভোগী হাজেরা ইয়াসমিনের বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রহুল আমিনের স্ত্রী হাজেরা ইয়াসমিন বলেন, আমার স্বামী রহুল আমিন ঝিনাইগাতী মৌজায় ৮৯/১৩৩ খতিয়ানের ১২৬/১৫৪ নং দাগের ১০ শতাংশ জমিকে কেন্দ্র করে আদালতে ১৪৪ ধারায় একটি মামলা করেন। আদালত থেকে ওই জমির তদন্তভার সহকারী কমিশনার (ভূমি) ঝিনাইগাতী বরাবর আদেশ প্রদান করেন। ওই আদেশের প্রেক্ষিতে ঝিনাইগাতী সদর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করেন। তদন্তকালে উপসহকারী ভূমি কর্মকর্তা আমার নিকট উৎকোচ দাবী করে। আমি উৎকোচ দিতে অস্বীকার করায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা আমার সাথে অশালিন ও অস্রাব আচরণ করে এবং অপমান অপদস্ত করে অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে তাড়িয়ে দেয় এবং পক্ষাশ্রিত হয়ে বিবাদীর পক্ষে রিপোর্ট প্রদান করেন। আমি মিডিয়ার মাধ্যমে এর পূর্ণ তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি উক্ত বিষয়টি সত্য নয় বলে জানান।