ঈশ্বরের খোঁজে
সেবা ব্রত মন নিয়ে
শত সহস্র জায়গায়
তোমায় খুঁজেছি নিশি দিন।
পাহাড়ের কঠিন
বরফ খন্ডের মাঝে
তোমাকে খুঁজেছি;
কিন্তু সেখানে পাইনি তোমায়।
নয়নাভিরাম ফুলের বাগানে
তোমাকে খুঁজেছি,
পাইনি।
মন্দিরের পাশ দিয়ে যাবার সময়,
কীর্তন শুনে কীর্তনের সুরে
তোমাকে খুঁজেছি,
সেখানে তুমি ছিলেনা।
বৌদ্ধ মন্দিরে
তোমার খোঁজ আমি করেছি;
পাইনি তোমায়।
মসজিদে মসজিদেও
তোমাকে পাবার চেষ্টা করেছি,
সেখানেও তোমাকে পাইনি।
বড়দিনে গীর্জায় উৎসবের ভিড়ে
তোমায় খোঁজার চেষ্টা করেছি,
সেখানেও পাইনি তোমায়।
বহুপথ ঘুরে এসে
অবশেষে জানলাম,
তুমি অন্তরে অন্তরে বিরাজমান!
সত্য সুন্দর
কলুসমুক্ত মনে তোমার বসবাস।
আরও জেনেছি
জীবে দয়া-সেবা করে যেজন
সেজনই ঈশ্বরের সেবক।
রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ