শ্রীবরদী (শেরপুর) : শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)এর সার্বিক নির্দেশনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহূল আমিন তালুকদারের সার্বিক প্রচেষ্টায় শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
শ্রীবরদী থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ও এস.আই আজিজুর রহমানের সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীবরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আসামীদের গ্রেফতার করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলো- মাদারপুর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে লিয়াকত (২৮), গোপালখিলা গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে রজব আলী (২৬), হাতিবর গ্রামের হাশেম আলীর ছেলে ইসমাইল (৪৫) এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীরা হলো মাদারপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে আজফর (২৫), পশ্চিম ঝিনিয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০) শিমূলকুচি গ্রামের মৃত লাল বাহুরামের ছেলে নিরব বর্ম্মন (৫২) ও তার স্ত্রী ননী বালা বর্ম্মন (৪৫)।