ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে গৃহকর্মী শিশু সাদিয়া পারভীনকে নিমর্মভাবে নির্যাতন ও সম্প্রতি মাকে আগুনে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন, পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শ্রীবরদী সামাজিক সংগঠন লোকাল বয়েজের উদ্যোগে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন, পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন করা হয়। এ সময় বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল-আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, লোকাল বয়েজ সভাপতি এজে রুমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখের মাহমুদ আব্দুল্লাহ দানা, সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। বক্তারা গৃহকর্তা উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আহসান হাবীব শাকিলকে গ্রেফতার ও গৃহকর্তী রুমানা জামান ঝুমুরের ফাসির দাবী জানান। এছাড়াও সকল হত্যা, ধর্ষণের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান করেন। মানববন্ধন, পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন শেষে চৌরাস্তা মোড়ে শাকিল ও রুমানা জামান ঝুমুরের কুশপুত্তলিকা দাহ করা হয়।