1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

শ্রীবরদীতে দূর্বৃত্তের হাতে কৃষক খুন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ফরিদ আহমেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অজ্ঞাতনামা দূর্বৃত্তের হাতে আজগর আলী (৬৫) নামে এক কৃষক খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত (২৭ অক্টোবর) রাতে ওই কৃষককে তার নিজ গোয়ালঘরে হত্যা করে ফেলে রাখে দূর্বৃত্তরা। নিহত কৃষক শ্রীবরদী পৌরসভার পূর্ব চককাউরিয়া এলাকার মৃত আফছর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজগর আলী একজন নিরীহ কৃষক। তিনি তার দুটি গরু নিয়ে নিজ গোয়ালঘরে ঘুমাতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও তিনি ওই গোয়ালঘরে ঘুমিয়েছিলেন। কিন্তু বুধবার ভোরে স্থানীয়রা গোয়ালঘরে আজগরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে সংবাদ পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে গোয়ালঘরে থাকা তার গরু দুটি অক্ষত ছিল। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভারী কাঠ দিয়ে মাথায় আঘাত করে বৃদ্ধ আজগরকে হত্যা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com