যশোর : জাতীয় সাংবাদিক সংস্থার শার্শার সিনিয়র সহ-সভাপতি ও যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যানের শার্শা উপজেলা প্রতিনিধি আব্দুল জলিলের নানা কাশেম আলী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
বুধবার দুপুর দুইটার সময় ঝিকরগাছা কুলবাড়ীয়া গ্রামের নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি তিন পুত্র, পাঁচ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে শংকরপুর-কুলবাড়ীয়া কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন সাংবাদিক আব্দুল জলিল।আব্দুল জলিলের নানা কাশেম আলীর মৃত্যুতে সাংবাদিক জয়নাল আবেদীন, নাজিমুদ্দিন জনি,সাংবাদিক জিল্লুর রহমান, আল মামুন মোঃ রফিকুল ইসলাম এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।