1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

কলাপাড়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় “ মাদক কে না বলুন, ক্রীড়াকে হ্যা বলুন” এ শ্লোগানকে সামনে রেখে শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগ টুর্ণামেন্ট-এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ধূলাসার বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ রাসেল স্মৃতি ক্লাব’র আয়োজনে এ ফুটবল লীগ টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধানঅতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের জাতীয় সংসদসদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য আসলাম হাওলাদার, লালুয়া ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম, এমপি’র ব্যক্তিগত সহকারি তরিকুল ইসলাম মৃধা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সালমা কবির, সদস্য শুভ্রা চক্রবর্তী কল্যাণী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিসহ স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ ও গণমাধমকর্মীরা।
শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগ টুর্ণামেন্ট-এর ফাইনাল খেলায় মৌডুবী একাদশকে দুই গোলে হারিয়ে বলিয়াতলী একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com