মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক গৃহবধূকে (৩৩) যৌন নিপীড়নের অভিযোগে হাছান আমিন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে গৃহবধূর বসতঘরে যৌন নিপীড়নের এ ঘটনা ঘটে। হাছান উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর গার্মেন্টস কর্মী স্বামী ঢাকায় থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুবাদে প্রতিবেশী হাছান আমিন গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূর বসতঘরে প্রবেশ করে ঘুমন্ত গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এতে ওই গৃহবধূর ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার দেয়। চিৎকার শোনে প্রতিবেশীরা ছুটে আসে এবং হাছান আমিনকে আটক করে। পরে তাকে ঝিনাইগাতীর থানায় সোপর্দ করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক হাছান আমিনকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।