শেরপুর : ফ্রান্সের প্রেসিডেন্ট কর্তৃক ইসলাম ধর্মের কটাক্ষ, মহানবীর ব্যঙ্গচিত্র কার্টুনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় তৌহিদী জনতা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- মুফতি ওয়াহেদ উল্লাহ, মাওলানা শাফিউল্লাহ, মাওলানা আব্দুস সালাম, শফিকুল ইসলাম সানি প্রমুখ। এতে তৌহিদী জনতার বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানান। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা জুতাপেটা করে দাহ করা হয়।