1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

নালিতাবাড়ীতে খ্রীষ্টভক্তদের বার্ষিক তীর্থ উৎসব পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী(শেরপুর): বারমারী সাধু লিওর খ্রীষ্ট ধর্মপল্লীতে শুক্রবার (৩০ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের এ উৎসবকে ঘিরে সীমান্তবর্তী পাহাড়ি জনপদ শেরপুরের নালিতাবাড়ীর বারমারী খ্রীষ্ট ধর্মপল্লী উৎসবমুখর হয়ে উঠে। তবে মহামারী করোনা ভাইরাসের কারণে দুই দিনের অনুষ্ঠান মাত্র ছয় ঘন্টায় শেষ করতে হয়েছে।

সকাল সাড়ে নয়টায় আলোক শোভাযাত্রা ও সাড়ে এগারোটায় খ্রিস্টযাগের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। দুপুরে জীবন্ত ক্রুশের পথ পরিভ্রমণ ও মহাখ্রিষ্টযাগের (সমাপনী প্রার্থনা) মাধ্যমে বেলা সাড়ে তিনটায় এ তীর্থোৎসবের সমাপ্তি ঘটে। সমাপনী খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ময়মনসিংহ খ্রীষ্টধর্ম প্রদেশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ তীর্থে প্রতিবছর দেশ বিদেশের প্রায় ৫০ হাজার তীর্থযাত্রী অংশ গ্রহণ করলেও এবার প্রতিটি ধর্মপ্রদেশের ধর্মপল্লী থেকে মাত্র ১২ জন করে স্থানীয় প্রতিনিধিসহ প্রায় সহস্রাধিক তীর্থযাত্রী অংশগ্রহণ করেছেন।

বারোমারী ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান ও নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা বলেন, তীর্থেৎসবে খ্রীষ্টভক্তরা নিজেদের পাপ মোচনে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিলে অংশ গ্রহণ করে।

শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এবারের তীর্থ উৎসব অনুষ্ঠিত হয়েছে। তীর্থ অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পুলিশের পক্ষ থেকে এবার তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ১৯৪২ সালে প্রায় ৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বারোমারী সাধু লিওর ধর্মপল্লী। ময়মনসিংহ ধর্ম প্রদেশের প্রয়াত বিশপ ফ্রান্সিস এ গমেজ ১৯৯৮ সালে এ ধর্মপল্লীকে ফাতেমা রাণীর তীর্থস্থান হিসেবে ঘোষণা করেন। এখানে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে ও অনুকরণে পাহাড় ঘেরা মনোরম পরিবেশে গড়ে তোলা হয় ‘ফাতেমা রানীর তীর্থস্থান’। সেই থেকে খ্রিষ্টমন্ডলীর সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর ভিন্নভিন্ন মূলসুরের উপর ভিত্তি করে এখানে অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার দু’দিনব্যাপী বার্ষিক তীর্থ উৎসব পালিত হয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com