শ্রীবরদী (শেরপুর) : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) শ্রীবরদী শহরের সকল মসজিদের ইমাম ও সাধারণ মুসলিদের আয়োজনে দুপুর ২টায় চাউল হাটি জামে মসজিদ থেকে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে চৌরাস্তা মোড়েই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, চাউল হাটি জামে মসজিদের ইমাম মাও: আ: আজিজ, খামারিয়াপাড়া জামে মসজিদের ইমাম মাও: মো: এমদাদুল হক, সাধারণ মুসল্লি নুরুজ্জামান বাদল, আব্দুর রহিম দুলাল, আবু সাইদ, আলমগীর হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বনে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি তীব্র নিন্দা জানানোসহ ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে। এছাড়াও ফ্রান্সের সাথে সকল ব্যবসায়ি চুক্তি প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামীতে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।