1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

শেরপুরে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

শেরপুর : শেরপুরে জেলা জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের পৌর টাউন হলে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা জসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন।
এতে কেন্দ্রীয় নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, নালিতাবাড়ী উপজেলা জাসদ নেতা লাল মোহাম্মদ কিবরিয়া, ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম মান্না, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মান্নাসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারের ভিতর শুদ্ধি অভিযান পরিচালনার দাবি করে বলেন, দেশে খুন-ধর্ষন, ঘুষ-দুর্নীতি, লুটপাট ও দলীয় করণ ব্যাপক ভাবে বেড়ে গেছে। এসব দুর করতে হবে, তা না হলে বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন ধূলিৎসাত হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com