1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

নকলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২০

নকলা (শেরপুর) : “মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নকলার আয়োজনে ১ নভেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, যুবলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক প্রশিক্ষিত আত্মনির্ভরশীল যুবক আনোয়ার হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

আলোচনা সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক প্রশিক্ষিত যুবক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com