1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

শ্রীবরদীতে জিংক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : “জিংক ধান করবো চাষ, পুষ্টি পাবো বারো মাস” এ প্রতিপাদ্যকে সামনে শেরপুরের শ্রীবরদীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার হারভেস্টপ্লাস বাংলাদেশ, বিংস প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। পুষ্টিগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু ও মায়েদের পুষ্টিমান উন্নত করার লক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিংস প্রকল্পের হারভেস্ট প্লাস এর প্রকল্প সমন্বয়কারী হাবিবুর রহমান। কর্মশালার শুরুতে জিংক ধান চাষের নানা দিক তুলে ধরে ভিডিও চিত্র প্রদর্শন করেন হারভেস্ট প্লাস এর মনিটরিং ইভালুয়েশন অফিসার শাহীনুল কবির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, জেলা কৃষি উপপরিচালক সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন ও মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন।
এসময় জিংক এর প্রয়োজনীয়তা নিয়ে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস এর প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ, ইউপি চেয়ারম্যান আসাদউল্লাহ, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। এতে বিভিন্ন অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com