শেরপুর: শেরপুর শহরস্থ শহীদ সড়কের পাশে শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), শেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপিসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মাধ্যমে ২ কোটি ৯৭লাখ ৬৮ হাজার ৫৭০ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনের দুটি তলায় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। ২০২১ সালের ৯ মার্চ ভবনটির নির্মাণকাজ শেষ হবে।