নালিতাবাড়ী (শেরপুর): নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। প্রতিদিন সকাল থেকে বিভিন্ন মহল্লা ঘুরে তিনি ভোটারদের কাছে দোয়া প্রার্থনা এবং মেয়র পদে ভোট প্রার্থনা করছেন। ইতিমধ্যেই তিনি অন্য প্রার্থীদের তুলনায় অধিকতর আলোচনায় চলে এসেছেন। বিশেষ করে যেসব প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। দীর্ঘদিনের দলের পরীক্ষিত নেতা, অর্থনৈতিক ভিত্তি ও কর্মী সংখ্যার দিক থেকে তিনি ভোটারদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। ভোটারদের মতে, প্রতিপক্ষের সাথে লড়াই করে জিততে হলে জাহাঙ্গীরের মতো শক্তিশালি প্রার্থী জরুরী। নির্বাচনে জনপ্রিয়তার পাশাপাশি নিজস্ব অবস্থান বা ভিত্তি এবারের নির্বাচনে অধিক গুরুত্বপূর্ণ। তাই সবদিক মিলিয়ে হাজী জাহাঙ্গীরের পাল্লা অনেকের চেয়ে ভারি। ভোটাররা মনে করেন, কোন কারণে দলীয় মনোনয়ন পরিবর্তন হলে সেক্ষেত্রে মাঠে লড়াই করে বিজয় নিশ্চিত করতে হাজী জাহাঙ্গীর যথেষ্ট উপযুক্ত।