শেরপুর : বালু বোঝাই ট্রাক্টর চাপায় ইলিয়াস নামে এক ধান-চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার ছয়ঘরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ধান-চাল ব্যবসায়ী ইলিয়াস ছয়ঘরিয়া পাড়ায় মোটরসাইকেল রেখে রাস্তার পাশে দাড়িয়েছিলেন। এসময় বালু বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান ইলিয়াস। পরে স্থানীয়রা ট্রাক্টরটি আটক করে ইলিয়াসকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।