শেরপুর : শেরপুরের নকলা ও নালিতাবাড়ী থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৬ জনকে গ্রেফতার করে বুবধার আদালতে প্রেরণ করেছে। এরমধ্যে তিনজন স্বেচ্ছায় আত্মসমর্পন ও বাকী ১৩ জনকে গ্রেফতার করা হয়।
নকলায় আত্মসমর্পণকৃত ও গ্রেফতারকৃতরা হলো- রাজু, সুলতান, রুবেল ফরাজী, শরাফত হোসেন, সুমন মিয়া, রিপন মিয়া, আলেছা বেগম, শফিকুল, মোখলেছুর রহমান, আব্দুল কদ্দুস, রুমেছা বেগম, শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, রিমা বেগম ও আব্দুল খালেক ফরাজী।
এছাড়াও পারিবারিক মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত নাজমুল হাসানকে তার অভিভাবকেরা স্বেচ্ছায় নালিতাবাড়ী থানায় আত্মসমর্পণ করিয়েছেন। আইনের প্রতি সম্মান দেখানোয় থানা পুলিশ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বাঁশকান্দা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হাসান যৌতুক মামলায় দুই বছরের দন্ডপ্রাপ্ত ছিল।