নালিতাবাড়ী (শেরপুর) : জাতীয় শ্রমিক লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কাচারী পাড়াস্থ কার্যালয় চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিপ্লব কুমার বর্মণ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মাহমুদ, আমজাদ হোসেন, ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, আদিবাসী নেত্রী ক্লডিয়া নকরেক কেয়া, দেশরত্ম যুবঐক্য পরিষদের সভাপতি আব্দুল হান্নান তুলা প্রমুখ।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।