শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে কলেজ রোডের দলীয় কার্যালয়ে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার মাগফেরাত ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে জাতীয় চার নেতার স্মৃতিচারণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি জাফর উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাসানী, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শাহীদ উল্লাহ শাহী, সদস্য বীর মুক্তিযুদ্ধা আব্দুল্লাহ ছালেহ, পৌর আ’লীগ সভাপতি আহসান উল্লাহ শুকরিয়া, সাধারন সম্পাদক এবং পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী সফিকুল ইসলাম সফিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুর রহমানসহ উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, সহযোগি সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী।