নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীর বারমারী বাজারে বুধবার (৪ নভেম্বর) বিকেলে পোড়াগাঁও ইউনিয়নের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাজী মাওলানা মো. আব্দুর রহমান জাওহারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মো. জামাল উদ্দিন, হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মো. উসমান গণি, হাফেজ মো. আবদুল্লাহ আল মামুন, মুফতি আমানউল্লাহ, মুফতি জহিরুল ইসলাম, ক্বারী মো. আব্দুল বাসেত, মাওলানা মো. মো. আবুল হাসেম ও মো. জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন ফাতেমা জান্নাত মহিলা মাদরাসার সহকারী পরিচালক ফকরুল ইসলাম।
এর আগে সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বারমারী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা বাস স্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হযরত মোহাম্মাদ (স:) কে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্রের প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিকৃতিতে জুতাপেটা ও কুশপুত্তলিকা দাহ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ফ্রান্সের দুতাবাস সরিয়ে নেয়ার আহবান জানান বক্তারা। পাশাপাশি বাংলাদেশের জনগনকে ফ্রান্সের আমদানীকৃত পণ্যে বর্জনের আহবান জানান তারা।