1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত, অন্ত্র উদ্ধার পাঠ্যবইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন, স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার সরাসরি ভোট হবে না মেয়র-চেয়ারম্যান পদে, ভাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি পাচারের টাকায় সাম্রাজ্য : দুবাইয়ে ২০০ কোটির দুই ভিলা বিপু-কাজলের স্বৈরাচার হাসিনা সরকার প্রতিটি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : তারেক রহমান শ্রীবরদী’র চারণ সাংবাদিক রেজাউল করিম বকুলের স্মরণ সভা নৌকাবাইচ প্রতিযোগিতা দিয়ে বান্দরবানে ক্রীড়া মেলা শুরু নকলায় স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বৈরুতে ইসরায়েলের ব্যাপক হামলায় ভবন ধ্বংস, নিহত অন্তত ১১

কলাপাড়ায় বাঁধের কার্পেটিং সড়ক কেটে ব্যক্তি উদ্যোগে পাইপ বসানোয় ক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বৃষ্টির পানি অপসারন করার জন্য বন্যা জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বাঁধের কার্পেটিং সড়ক কেটে পাইপ বসানো হয়েছে। লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এ কার্পেটিং সড়কটি রাতের আঁধারে স্কেভেটর দিয়ে কেটে ফেলে স্থানীয় বাসিন্দা মো: শাহবুদ্দিন।
বুধবার সকালে নিজ উদ্যোগে সড়কের ওই কাটা অংশে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এসময় যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। খবর শুনে পানি উন্নয়ন বোর্ডের এক উপ-সহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড উপকূলীয় এ এলাকায় বেড়ি বাঁধটি নির্মাণ করে। পরে স্থানীয় লোকজনের চলাচলের সুবিধার্থে এ বাঁধটির উপর কার্পেটিং করা হয়। কিন্তু গত সোমবার গভীর রাতে পানি অপসারণ করার জন্য ব্যক্তি উদ্যোগে ভেকু (স্কেভেটর) দিয়ে প্রায় ২০ ফুট বেড়ি বাঁধটি কেটে পাইপ বসানো হয়। এর ফলে পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য লালুয়ায় আবাসন নির্মাণ প্রকল্পে বালু ভর্তি ট্রলিসহ পণ্যসামগ্রী যানবাহ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা শাহজান গাজী বলেন, রাস্তাটি কাটার ফলে তাদের চলাচলে দারুণ ভোগান্তি হয়। এছাড়া যাত্রীবাহী মোটরসাইকেল যাওয়ার সময় যাত্রীদের নামিয়ে এ পথ দিয়ে যেতে হচ্ছে।
ট্রলী ড্রাইভার ইউসুব হাওরাদার বলেন, রাস্তাটি কাটার ফলে আমাদের গাড়ি নিয়ে এখান থেকে যেতে সমস্য হচ্ছে। কারন বালু বোঝাই থাকে ট্রলী যে কোন সময় উল্টে যাওযার সম্ভাবনা রয়েছে।
লালুয়া ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্বাস গাজী বলেন, বৃষ্টির পানি অপসারণ করার জন্য শাহবুদ্দিন সোমবার গভীর রাতে এ বাঁধটি কেটে ফেলে। এতে যানবাহ চলাচলে ব্যহত হয়। পরে স্থানীয় লোকজন তার বাড়ি গিয়ে বিষয়টি বলে। পরবর্তীতে উপজেলা নিবার্হী কর্মকর্তা, চেয়াম্যান ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন।
ওয়ার্ড সধারণ সম্পাদক শাহিন তালুকদার বলেন, এমনিতেই লালুয়া ইউনিয়ন দূর্যোগ কবলীত এলাকা। এ বাঁধ অত্যান্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এ সড়কটি দিয়ে শতশত যানবাহন চলাচল করে। কাউকে না জানিয়ে বাঁধের কার্পেটিং সড়ক কেটে পাইপ বসিয়েছে, এটি অন্যায়।
অভিযুক্ত শাহাবুদ্দিন বলেন, বৃষ্টির পানিতে বাড়ি ঘর ও পুকুর তলিয়ে যায়। কোন উপায় না পেয়ে পানি অপসারণের জন্য পাইপ বসিয়েছি। নিজ উদ্যোগে রাস্তা করে দেব।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, ঘটনাস্থনে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদার পাঠিয়েছিলাম। এছাড়া এ বিষয়টি সাথে সাথেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক বলেন, খবরটি শুনে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের বলে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com