যশোর : বৃহস্পতিবার (৪ই নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য.সাবেক মন্ত্রী বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এদিন প্রয়াত নেতার পরিবারসহ জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল- কবর জিয়ারত, এতিম ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল।
জেলা কার্য্যলয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন- মরহুমের সহধর্মিণী ও জেলা আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক, দেলোয়ার হোসেন খোকন, নুর উন নবী, মিজানুর রহমান, রফিকুল ইসলাম চৌধুরী, মুনীর আহমেদ সিদ্দিকী বাচচু, এম তমাল আহমেদ, আনসারুল হক রানা প্রমূখ।
দোয়া শেষে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়। অন্যদিকে শার্শা উপজেলা বিএনপি কার্য্যলয়ে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব খাইরুজ্জামান মধু.সম্পালক আবুল হাসান জহির.মাসুদুর রহমান মিলন.নাজিম উদ্দিন.সালাউদ্দীন আহমেদ.মোর্তোজোহা সেলিম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অননান্য উপজেলাগুলোতেও পৃথকভাবে যথাযথ মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে।