মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : ময়মনসিংহ বন বিভাগের অধীনস্থ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া বিটের হলদীগ্রাম মৌজর প্রায় এক একর জমি উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের নেতৃত্বে মধুটিলা ও রাংটিয়া রেঞ্জের যৌথ অভিযানে জবরদখলকৃত এ জায়গা উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, রুস্তম আলী নামে এক ব্যীক্ত দীর্ঘদিন যাবত বন বিভাগের জমি জবরদখল করে রেখেছিল। এমতাবস্থায় ওই জমিতে সামাজিক বনায়ন সৃজনের জন্য জবরদখল থেকে উদ্ধার করা হয়। এসময় শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায়, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল করিম ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা (কর্মকর্তা) ইলিছুর রহমানসহ বিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।