শেরপুর: শেরপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার দরিদ্র মেধাবী এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর মাঝে মেধাবৃত্তির নগদ টাকা প্রদান করা হয়েছে।
ব্রহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
এসময় অন্যান্যের মাঝে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিযাল একাডেমীর সাবেক প্রধান শিক্ষক এমএ মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জেলার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৩৭ জন শিক্ষার্থীর মাঝে প্রথম দফায় ৩৫ জন দরিদ্র মেধাবী এসএসসি পাশ শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ৫০০ টাকা করে এবং ১১জন এইচএসসি পাশ শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে মেধাবৃত্তির নগদ টাকা তুলে দেওয়