মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু জাফর ওরফে সুরুজ (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গাজীপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গ্রেপ্তার আবু জাফর ও অন্য আসামিরা ২০০৬ সালের ৮ মে উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) শ্বাসরোধ করে হত্যার পর সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে আবু জাফরকে মৃত্যুদ-াদেশ প্রদান করেন। কিন্তু জাফর ঘটনার পর থেকে পলাতক ছিলেন। এরপর আদালত থেকে জাফরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করেন।
এদিকে অবিজল (৪৫) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আরও এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন তাকে জামালপুরের বকশীগঞ্জ থেকে গ্রেফতার করেন। অবিজল উপজেলার কাংশা ইউপি আয়নাপুর গ্রামের ফিকির আলীর ছেলে। ২০০৫ সালের জাল টাকার একটি মামলায় ২০১০ সালে আদালত অবিজলকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেয়। ২০০৫ সাল থেকেই সে পলাতক ছিল।