নালিতাবাড়ী (শেরপুর) : ভিন্ন মামলায় ভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামীসহ মোট তিন আসামীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ফুলপুরের বাইটকান্দি, বিশম্ভপুরের পলাশ ও নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চেক ডিসঅনার মামলায় এক বছরের দন্ডপ্রাপ্ত নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে আব্দুর রহিমকে (৫০) সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার পলাশ গ্রাম থেকে শুক্রবার ভোররাতে গ্রেতার করে থানা পুলিশ।
এছাড়াও পারিবারিক মামলায় ২ বছরের দন্ডপ্রাপ্ত চাঁদগাঁও গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) কে শুক্রবার ভোররাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এদিকে নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি এলাকা থেকে গ্রেফতারী পরোয়নাভুক্ত মতিন মিয়া (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়।