1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগে মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে গ্রাম্য সালিশের তথ্য সংগ্রহকালে নিউ ন্যাশন পত্রিকার জেলা প্রতিনিধি, শেরপুরের আলো’র সম্পাদক ও ভটপুর ডিগ্রী মাদরাসার প্রভাষক রফিকুল ইসলামকে কর্তব্য কাজে বাঁধা এবং লাঞ্ছিত করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার খৈলকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকদিন আগে ঘটে যাওয়া মিলাদুন্নবী (সা.) কে কেন্দ্র করে পীরভক্ত ও আলেম সমাজের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে খৈলকুড়া গ্রামস্থ জনৈক রফিকের ধানের চাতালে গ্রাম্য সালিশ বসে। সাংবাদিক রফিকুল ইসলাম ওই শালিসের তথ্য সংগ্রহ করতে গিয়ে বৈঠকের কিছু ভিডিও চিত্র ও ছবি ধারণ করেন। সালিশি বৈঠক শেষ হলে সাংবাদিক রফিক তার মোটরসাইকেলে করে রওনার প্রস্তুতি নিলে খৈলকুড়া গ্রামের বকুল মিয়া ও গোলাম মাওলার নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন তার ধারণ করা ভিডিও ও ছবি ডিলিট করতে বলে। অন্যথায় প্রাণে মারতে হুমকী দেয়। একপর্যায়ে সাংবাদিক রফিক ভিডিও ও ছবি ডিলিট করতে বাধ্য হন। এসময় উল্লেখিতরা সাংবাদিক রফিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও শারিরিকভাবে লাঞ্ছিত করে। পরে উপস্থিত লোকদের সহযোগিতায় সাংবাদিক রফিক রক্ষা পান।
এদিকে বিষয়টি জানাজানি হয়ে গেলে সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে ও জড়িতদের শাস্তির দাবী ওঠে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী সাংবাদিক রফিক বাদী হয়ে ঝিনাইগাতি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং তদন্ত পূবর্ক ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com