1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

আদালতের নিষেধাজ্ঞা নিস্পত্তি না করে নয়াবিল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পাঁয়তারা

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার নিস্পত্তি না করেই পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে প্রস্তুতি সম্পন্ন করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে নয়াবিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য শওকত হোসেন ওই কমিটির সভাপতি বেলায়েত হোসেন খসরুর বৈধতা ও কমিটি বাতিল চেয়ে গত ৪ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালত নালিতাবাড়ীতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ১৩ অক্টোবর আদালত সভাপতি ও প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির পর জবাব না দিয়ে কমিটির সভা আহবান করে গত ১৮ অক্টোবর নোটিশ জারী করে এবং ২৪ অক্টোবর সভার কাজ সম্পন্ন করে। এর প্রেক্ষিতে কমিটির সদস্য শওকত হোসেন আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ এনে পুনরায় আদালতকে বিষয়টি অবহিত করেন। এতে আদালত ২৭ অক্টোবর বাদীর অভিযোগ নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। এমতাবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের নোটিশের প্রেক্ষিতে জবাব দাখিল করলেও তা নিস্পত্তি না করেই পছন্দের প্রার্থীকে সহকারী প্রধান শিক্ষক ও ল্যাব সহকারী পদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখে। ৭ নভেম্বর শনিবার বিদ্যালয়ের পরিবর্তে গোপনে নিয়োগ সম্পন্ন করতে শেরপুর ভিক্টোরিয়া একাডেমিতে সাক্ষাতকারের তারিখ নির্ধারণ করে। এমতাবস্থায় বিষয়টি প্রকাশ হয়ে পড়লে ঝামেলা এড়াতে ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটির সদস্য (ডিজি প্রতিনিধি) মোঃ রেজোয়ান নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।
এর আগে আয়া পদে মোটা অংকের টাকার বিনিময়ে জনৈক প্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করলে অপর প্রার্থী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে গত ২ জুলাই আদালতে মোকদ্দমা দায়ের করেন। ফলে ওই নিয়োগ প্রক্রিয়াটিও বর্তমানে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
অভিযোগ রয়েছে, সভাপতি বেলায়েত হোসেন খসরুর পুত্রবধূ জুলেখা বেগমকে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগে নিবন্ধন সংক্রান্ত অভিযোগ থাকার পরও তাকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে অপচেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে নয়াবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, আদালতের নেটিশের প্রেক্ষিতে জবাব দাখিল করা হয়েছে বিধায় নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে। তবে শনিবারের (৭ নভেম্বর) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com