শ্রীবরদী (শেরপুর): “বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৪৯তম জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা সমবায় দপ্তর চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।
উপজেলা সমবায় অফিসার মুহিব্বুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ ও ঝগড়ার চর একুশ তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির হিসাব রক্ষক আব্দুস ছালাম প্রমুখ।
আলোচনা শেষে সমবায় অফিস চত্ত্বরে গাছের চারা রোপন এবং সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।