শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মসজিদ ও ঈদ গা মাঠের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। গত ০৪ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনের চর গ্রামে ওই ঘটনা ঘটে। এ নিয়ে ভূক্তভোগীদের পক্ষে মতিউর রহমান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসীর ধারণা, বিষয়টি দ্রুত সমাধান না হলে দু’পক্ষের সংঘর্ষের বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ জুলাই ৪০০৭ দলিলমূলে মসজিদের নামে ০৫ শতাংশ জমি দান করা হয়। সম্প্রতি গত ১৪ অক্টোবর ২০২০ইং সালে ৫৩১১নং দলিলমূলে মসজিদের পূর্ব পাশে আরো ৫ শতাংশ জমি ঈদগাঁ মাঠের জন্য দান করা হয়। হঠাৎ গত ৪ নভেম্বর বুধবার দুপুরে কাউনের চর গ্রামের আফিল উদ্দিন, শুকুর মামুদ, নুর ইসলাম, আমিনুল ইসলাম, সাবর আলী, সায়েব আলী, উকিল মিয়া, আ: হাকিম তাদের লোকজনসহ লাঠি-সোঠা নিয়ে মসজিদ ও ঈদগাঁ মাঠের জমি জোরপূর্বক দখল করতে যায়। একপর্যায়ে ঈদগাঁ মাঠের জমির চার পাশে বাঁশ দিয়ে ঘির দেয় এবং টিনের ছাপড়া ঘর তুলে চলে যায়।
অভিযুক্ত আফিল উদ্দিনসহ অন্যান্যদের দাবী উক্ত খতিয়ানভূক্ত জমি তাদের পৈত্রিক সম্পত্তি।
ভূক্তভোগীদের পক্ষে মতিউর রহমান জানায়, উক্ত তপছিল বর্ণিত ভূমি তাদের ক্রয়কৃত সম্পত্তি। আফিল উদ্দিন, শুকুর মামুদসহ অন্যান্যরা জোরপূর্বক জমি দখল করার চেষ্ট করছে। এমনকি ঘটনার দিন তারা ৮টি গাছ ও কিছু বাঁশ কেটে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যেকোন মুহুর্তে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী।