মাসুদ রানা, হালুয়াঘাট : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সীমিত পরিসরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (৭ই নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় প্রশাসন ও সমবায়ীদের আয়োজনে উপজেলা কমপ্লেক্সের নতুন সম্প্রসারিত ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে এক র্যালী শেষে উপজেলা কনফারেন্স রুমে একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল হুদা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ( বিআরডিবি) চেয়ারম্যান এডভোকেট সাজ্জাদুল হক, ধান্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হুমায়ুন কবির মানিক, উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, রংধনু সমবায় সমিতি লিঃ’র সভাপতি মোঃ শামসুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক আশার আলো, থাংনা, দামুদা, বোরাঘাট পানি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডসহ হালুয়াঘাটের বিভিন্ন সমবায় সমিতি কর্মকর্তা ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।