কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায়, কলাপাড়া এর উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা দরবার হলে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপজেলা সমবায় অফিসার ফরিদ আহ্ম্মেদ’র সঞ্চালনায় উপজেলা সহকারী কমিনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া পৌর শহর সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান আসাদ, শাপলা বহুমূখী সমবায় সমিতির সভাপতি সালাম বিশ্বাস। এসময় বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্য ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।