1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

কুয়াকাটার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন উপমন্ত্রী এনামুল হক শামীম

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা সৈকতে বালুক্ষয় রোধসহ সৈকতের উন্নয়নে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানিসম্পদ মস্ত্রণালয়।
গত বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটা সৈকতের বালুক্ষয় এবং উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন এসে এ কথা কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।
তিনি বলেন, শীঘ্রই পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে একনেকে প্রকল্পটি অনুমোদিত হবে। কুয়কাটা সৈকত প্রতিরক্ষা ও উন্নয়ন নামে এ প্রকল্পটির কাজ বাস্তবায়িত হলে কুয়াকাটা সৈকত হবে একটি দৃষ্টিনন্দন সেরা সমুদ্র সৈকত।
এসময় উপমন্ত্রী এনামুল হক শামীম মৎস্যবন্দর মহিপুরের বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত নিজামপুরের ৪ কিলোমিটার সিসি ব্লক দিয়ে প্রতিরক্ষার আশ্বাস দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো: হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা-উপজেলার প্রশাসনিক কমকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com