কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের পুর্ব রজপাড়া নাসির শিকদারের বাড়ির সামনে জুয়েল প্যাদা (৩৫) ওপর হামলা চালিয়ে এক হাত বিচ্ছিন্ন ও রক্তাক্ত জখম করেছে একদল সন্ত্রাসীরা। গত বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা জুয়েলকে হত্যার উদ্দেশ্যে কোপায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাম হাতে কব্জি বরাবর কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। ডান হাত ও দুই পায়ে এলোপাথারি কোপানা হয়েছে। পরে স্থানীয় লোকজন জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ৫০ শয্যা সরকারি কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতাল প্রেরণ করেন। এ ঘটনায় ওই এলাকায আতঙ্ক বিরাজ করছে। সে পূর্ব টিয়াখালী গ্রামের মো: ফারুক প্যাদার ছেলে।
এ ঘটনায় কলাপাড়া উপজেলা শ্রমিক লীগ প্রতিবাদ সভা করেছে এবং এ ধরণের জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি স্বপন হাওলাদারসহ অন্যান্য শ্রমিকলীগ নেতৃবৃন্দ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাদকার মোস্তাফিজুর রহমান জানান, পারিবারিক দ্বন্দ্বের কারনে এ হামলা হতে পারে। এ ঘটনায় জুয়েলের পিতা ফারুক প্যাদা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন এবং বশির চৌকিদার ও সোহেল হাওলাদার নামে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।