নালিতাবাড়ী (শেরপুর) : “বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৪৯তম জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীদের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। উপজেলা সমবায় কর্মকর্তা প্রণব ভট্টাচার্যের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম প্রমুখ।