যশোর : যশোরের শার্শার বাগআঁচড়ায়১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রূপা সহ আলী হোসেন( ৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ।(৮ই নভেম্বর) রবিবার সকালে বাগআঁচড়া জিবলীতলা পাঁকা রাস্তার উপর থেকে ১১কেজি ৫০০ গ্রাম রূপা সহ তাকে আটক করা হয়। আটক কৃত আলী হোসেন কলারোয়া উপজেলার জাফরপুর তুলসীডাঙ্গা গ্রামের আঃ খালেকের ছেলে
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগআঁচড়া জিবলীতলা সড়কের পাঁকা রাস্তার উপর থেকে ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রূপা সহ আলী হোসেনকে আটক করা হয়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ওসি) উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে চোরাকারবারী আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।