রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় বিদ্যুৎস্পর্শ হয়ে তৃষা (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তৃষা বাঁগআচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সোমবার (০৯ নভেম্বর ) সন্ধ্যায় পাশের বাড়ির একটি জন্মদিনের অনুষ্ঠানে বিদ্যুতের তারে হাত লেগে তার মৃত্যু হয়।
মৃত তৃষার ভাই জাহাঙ্গীর আলম জানায়, পাশের বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যায় তৃষা। ওই বাড়ির ছাদের উপর বিদ্যুতের মেইন লাইনের তার ছিল। খেলা করতে ছাদে যায় তৃষা। এক পর্যায়ে ওই তারে তার হাত লাগে। ওই সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তৃষার মৃত্যু হয়। বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল তৃষার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।