শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ইংরেজী পত্রিকা ‘দি নিউ নেশন’ এর শেরপুর জেলা প্রতিনিধি ‘শেরপুরের আলো’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও শ্রীবরদী উপজেলার ভটপুর আলিম মাদরাসার ইংরেজী প্রভাষক রফিকুল ইসলামকে সংবাদ সংগ্রহের কাজে বাধা ও সংগৃহীত তথ্য দ্রুত ডিলিট করতে বাধ্য করা এবং লাঞ্ছিতসহ হুমকির প্রতিবাদে শ্রীবরদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে (৯ নভেম্বর) শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- রেজাউল করিম বকুল, রমেশ সরকার, সাংবাদিক কেএম ফারুক, ফরিদ আহম্মেদ রুবেল, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, তাসলিম কবির বাবু, এমএ সাইদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বন্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে প্রতিনিয়ত একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, ও লাঞ্ছিত হচ্ছে। এভাবে চলতে থাকলে সাংবাদিক সমাজ তীব্র আন্দোলন গড়ে তোলবে। এসময় সাংবাদিক রফিকুল ইসলামকে লাঞ্চিত ও হুমকি দাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিকবৃন্দ।