1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

হালুয়াঘাট সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০
মাসুদ রানা, হালুয়াঘাট : হালুয়াঘাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র “হালুয়াঘাট সাধারণ পাঠাগার” এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে ও বর্ণিল আলোকসজ্জার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
হালুয়াঘাট সাধারণ পাঠাগারের কার্যকরী পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল কাদির, পাঠাগার উপদেষ্টা পরিষদের সদস্য ও পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া কার্যকরী পরিষদের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে স্থাপিত হলেও অনেক চড়াই-উৎরাইয়ের মধ্যদিয়ে আজও স্বগর্বে তার গতির ধারাকে অব্যাহত রেখেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত (রেজি নং ম-০০৮৯) এবং জাতীয় গ্রন্থাগারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এটি। রয়েছে দুটি সহযোগী প্রতিষ্ঠান, হালুয়াঘাট সাধারণ পাঠাগার শিশু কানন ও সরগম সংগীত বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে রয়েছে বইয়ের এক বিশাল ভান্ডার এবং সারা বাংলাদেশে র‌্যাঙ্কিংয়ে রয়েছে নবম স্থানে। বর্তমানে সাধারণ সদস্য ২০১৯ এবং আজীবন সদস্য ২২৭ জন। রয়েছে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ। স্থানীয় সাংসদ পদাধিকারবলে প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হালুয়াঘাট সাধারণ পাঠাগারের উপদেষ্টা আবুল হোসেন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু চয়ন কুমার সরকার, পাঠাগার শিশু কাননের প্রধান শিক্ষক আক্কাস আলী, হালুয়াঘাট আদর্শ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক সুলতান আহমেদ, পৌরসভার সচিব আব্দুল ওয়াদুদ, পৌর প্রকৌশলী ইদ্রিস আলী আকন্দ, হালুয়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক বাবুল হোসেন, পাঠাগারের সাবেক সভাপতি রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, পাঠাগার কার্যকরী পরিষদের সহ-সভাপতি আওলাদ হোসেন, পাঠাগার সম্পাদক নোমান মন্ডল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার এবং কার্যকরী পরিষদের সদস্য রওশন কামাল রনি, শ্যামল কুমার দত্ত ও সাইফুন নাহার লিপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com